মুখবন্ধ (About the Journal)

বঙ্গভারতীবাংলার  জাতীয় স্তরের গবেষণা পত্রিকা” বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি গবেষণামূলক পত্রিকা। উক্ত বিষয়ে সমীক্ষা ভিত্তিক, তুলনাত্মক, তাত্ত্বিক, কিংবা বিশ্লেষণধর্মী মৌলিক প্রবন্ধ এখানে প্রকাশিত হয়। সমাজ, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যের ধারাপথটি পর্যালোচনা করা এই পত্রিকার অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞ কমিটির দ্বারা পরীক্ষিত গবেষণামূলক প্রবন্ধসমূহ এই গবেষণা পত্রিকায় স্থান পায়। বাংলা ভাষা ও সাহিত্যের যে যে বিশেষ ক্ষেত্রে এখানে প্রবন্ধ পাঠানো যায় (অথবা ঘোষিত বিশেষ সংখ্যা)-

(ক) ভাষাতত্ত্ব, (খ) আদি-মধ্যযুগীয় বাংলা সাহিত্য, (গ) আধুনিক কবিতা, (ঘ) কথাসাহিত্য, (ঙ) নাটক, (চ) কাব্যতত্ত্ব, (ছ) লোকসংস্কৃতি, (জ) রবীন্দ্র সাহিত্য ও (ঝ) তুলনামূলক সাহিত্য।