লেখকগণের প্রতি নির্দেশাবলী
- ‘বঙ্গভারতী’-তে প্রকাশিত সকল লেখাকে মৌলিক হতে হবে ।
- নকল বা কপি সংক্রান্ত সকল দায়ভার সংশ্লিষ্ট প্রবন্ধকারের ।
- প্রতিটি রচনার স্বত্ত্ব সংশ্লিষ্ট লেখকের ।
- প্রবন্ধের ভাষা কেবলমাত্র বাংলা । অন্য কোন ভাষায় লেখা প্রবন্ধ গৃহীত হবে না ।
- প্রবন্ধের বিষয় একান্তভাবে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য কেন্দ্রিক ।
- প্রবন্ধের শব্দসীমা কমবেশী দুই হাজার পাঁচশত ।
- প্রবন্ধ রচনার ক্ষেত্রে নির্দিষ্টক্রমকে মান্যতা দিতে হবে । যথা –
- শিরোনাম
- লেখকের পরিচয়
- প্রবন্ধসার
- ভূমিকা
- বিষয়বস্তু (একাধিক অংশে বিভক্ত হতে পারে)
- তথ্যসুত্র এবং
- সহায়ক গ্রন্থপঞ্জী
- সহায়ক গ্রন্থপঞ্জী নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্টক্রমকে মান্যতা দিতে হবে । যথা –
লেখকের নাম, পদবী: গ্রন্থনাম, প্রকাশনা, প্রকাশের স্থান, সাল ।
- একাধিক ভাষার গ্রন্থ পৃথকভাবে উল্লেখ করতে হবে ।
- A4 মাপের কাগজে MS Word-এ টাইপ করে নির্দিষ্ট ই-মেলে পাঠাতে হবে ।
e-mail: [email protected]
- প্রয়োজনে কপি নির্দিষ্ট ঠিকানা ডাকযোগে পাঠানো যেতে পারে । ঠিকানা-
সবং সজনীকান্ত মহাবিদ্যালয় ডাকঘর-লুটুনিয়া থানা- সবং জেলা- পশ্চিম মেদিনীপুর পিন-৭২১১৬৬
- পত্রিকা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই ঠিকানা –https://sabangcollege.ac.in/e-journal/