মৌলিক গবেষণা পত্র আহ্বান (Call for paper)
সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলা বিভাগ্ত্রের জাতীয় স্তরের গবেষণা পত্রিকা “বঙ্গভারতী–বাংলার জাতীয় স্তরের গবেষণা পত্রিকা” জন্য মৌলিক গবেষণা পত্র আহ্বান করা হচ্ছে । শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক প্রমুখ ব্যাক্তিবর্গ বাংলা ভাষায় কমবেশি দুই হাজার পাঁচ শত শব্দে লেখা বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক মৌলিক প্রবন্ধ পাঠাতে পারেন। এ বিষয়ে বিস্তারিত নিয়মাবলী জানার জন্য এই পত্রিকার প্রথম সংখার (২০২২) শেষ পৃষ্ঠার (পৃষ্ঠা নং -৮৩) ‘লেখকগণের প্রতি নির্দেশাবলী’ অংশ দেখে নেওয়া যেতে পারে।
পত্রিকার দ্বিতীয় সংখ্যার (২০২৩) বিষয়- মধ্যযুগীয় ভক্তি সাহিত্য ।
লেখা পাঠানোর শেষ তারিখ – দশই মার্চ, দুই হাজার তেইশ ।