Publication Ethics: 

  • বঙ্গভারতী’-তে প্রকাশিত সকল লেখাকে মৌলিক হতে হবে ।
  • প্রতিটি রচনার স্বত্ত্ব সংশ্লিষ্ট লেখকের ।
  • নকল বা কপি সংক্রান্ত সকল দায়ভার সংশ্লিষ্ট প্রবন্ধকারের ।
  • (Each article should be published under Copyright Agreement with the Editors and All of the Authors of the Article submission for the Publication.
  • প্রবন্ধের ভাষা কেবলমাত্র বাংলা । অন্য কোন ভাষায় লেখা প্রবন্ধ গৃহীত হবে না ।
  • প্রবন্ধের বিষয় একান্তভাবে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য কেন্দ্রিক ।
  • সহায়ক গ্রন্থপঞ্জী নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্টক্রমকে মান্যতা দিতে হবে । যথা –লেখকের নাম, পদবী: গ্রন্থনাম, প্রকাশনা, প্রকাশের স্থান, সাল ।
  • একাধিক ভাষার গ্রন্থ পৃথকভাবে উল্লেখ করতে হবে ।

 

Publication Policy:

  • Name of the Journal: BANGABHARATI – An International Research Journal of Bangali 
  • Publication frequency: Single in an academic year.
  • Publication Cycle: Annual
  • Publication Cost: FREE
  • Review pattern: Double Blind Peer Reviewed
  • Format of the Manuscripts: Type Script of MS Word Document and pdf (Both)
  • Software used (preferably) : Microsoft Indic Language Software (BANGLA)
  • Length of the Paper: Four to Six (Page)
  • The corresponding author would declare that the article is original and is not under active consideration elsewhere.
  • Acceptance of articles is subject to recommendation by the review panel and Editors.
  • The Editorial Board reserves the right to make necessary revision to Publication Policy to maintain the quality of the journal.
  • Before publication each article should be examined through the Plagiarism checking and here international rules should be maintained.
  • Plagiarism report should be submit along with the Manuscripts / Typescript
  • প্রবন্ধের শব্দসীমা কমবেশী দুই হাজার পাঁচশত ।