Question Bank

 Previous Years’ Questions

The questions of the examinations arranged by the affiliating University are available in the websites of Vidyasagar University.

 

Question Bank: Political Science (Honours) under CBCS

For the students studying B.A. Hons

CC1T/ 1st Semester

বিভাগ -ক

Marks-2

1)গণতন্ত্র বলতে কি বোঝ?

2)পদ্ধতিগত গণতন্ত্র কাকে বলে?

3)অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কি বোঝ?

4)প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝ?

5)স্বেচ্ছাকৃত গণতন্ত্র বলতে কি বোঝ?

 

বিভাগ -খ

Marks-5

1)অংশগ্রহণমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখ।

2)প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে যা জান লেখ।

3)স্বেচ্ছাকৃতগণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।

 

বিভাগ -গ

Marks-10

1)গণতন্ত্রের সংজ্ঞা দাও। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি নিজের ভাষায়  আলোচনা কর।

 

Marks- 2

1) গণতন্ত্র কি?

2) প্রতিনিধিত্ব বলতে কী বোঝ

3) পৃথিবীর কোন দেশে প্রথম গণতন্ত্রের উদ্ভব ঘটে?

4) অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কী বোঝো?

5) পদ্ধতিগত গণতন্ত্র বলতে কী বোঝো?

Marks- 5

1) গণতন্ত্রের বৈশিষ্ট্য গুলি লেখ?

2) গণতন্ত্র ধারণাটি সংক্ষেপে আলোচনা করো?

3) পদ্ধতিগত গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা গুলি লেখ?

4) গণতন্ত্রের শ্রেণীবিভাগ কর?

Marks- 10

  • অংশগ্রহণকারী এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পার্থক্য লেখ?

 

 

 

CC2T/1st Semester

 বিভাগ– ক

Marks– 2

১। সংবিধানের দর্শনগত দিক বলতে কী বোঝো ?

২। সংবিধানের প্রস্তাবনা বলতে কী বোঝো ?

৩। সংবিধানের সংজ্ঞা দাও ?

৪। গণতন্ত্র বলতে কী বোঝো?

৫। ভারতীয় গণতন্ত্রের প্রকৃতির সংক্ষেপে লেখ?

৬। ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার অর্থ লেখ?

৭। বন্দী প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো?

৮। পরমাদেশ বলতে কী বোঝো ?

৯। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা সম্পর্কে লেখ?

১০। নিবর্তনমূলক আটক আইন কি?

১১। ভারতীয় সংবিধানের 29 ধারা সম্পর্কে লেখ?

১২। পৌরসভার চারটি স্থায়ী কমিটির নাম লেখ?

১৩। ওয়ার্ড কমিটি কি?

১৪। ন্যায় পঞ্চায়েত কি?

১৫। গ্রাম উন্নয়ন সমিতির কার্যাবলী লেখ?

১৬। ভারতীয় যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দাও?

১৭। কেন্দ্র তালিকাভুক্ত বিষয় গুলি কি?

 

বিভাগ -খ

Marks- 5

১। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য লেখ?

২। ভারতীয়‌ নাগরিকদের মৌলিক কর্তব্য গুলি আলোচনা করো?

৩। গ্রাম পঞ্চায়েতর গঠন  আলোচনা করো?

৪। রাজ্য তালিকা সম্পর্কে লেখ?

৫। পৌরসভার কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী লেখ?

৬। কেন্দ্র রাজ্যের ক্ষমতা বিন্যাস এর প্রকৃতি কিরূপ ?

 

বিভাগ – গ

Marks- 10

১। ভারতীয় সংবিধানের মৌলিক অভিনব  ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

২। ভারতীয় যুক্তরাষ্ট্রের  সাম্প্রতিক প্রবণতা লিখ?

৩। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় অনুসারে স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো?

*

Marks-2

1)সুপ্রীমকোর্টের মূল এলাকাভুক্ত যেকোন একটি ক্ষমতা লেখ।

2)সুপ্রীমকোর্টের আপিল এলাকাকে ক-ভাগে বিভক্ত করা যায় এবং কি কি?

3)সুপ্রিমকোর্ট কোন ক্ষেত্রে নিজেই   আপীল করার অনুমতি দিতে পারে।

4) ভারতের সুপ্রীমকোর্ট কীভাবে গঠিত হয়?

5) নাগরিকদের  মৌলিক অধিকার  রক্ষায় সুপ্রিমকোর্টের ইতিবাচক ভূমিকার দুটি  উদাহরণ দাও।

 

Marks-5

1)সুপ্রীমকোর্টের আপীল এলাকাভুক্ত ক্ষমতাগুলি বিশদে আলোচনা কর।

2) সংবিধানের অভিভাবক ও ব‍্যাখাকর্তা হিসাবে সুপ্রীমকোর্টের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।

3)সুপ্রিমকোর্টের মূলএলাকাভুক্ত বিষয়গুলি ও তার উপর আরোপিত  বাধানিষেধসূমহ আলোচনা কর।

4)মৌলিক অধিকার রক্ষায় সুপ্রীমকোর্টের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।

5)জনস্বার্থ মামলা সম্পর্কে সুপ্রিমকোর্টের ভূমিকা আলোচনা কর।

 

Marks-10

1)ভারতের সুপ্রীমকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।

2) সাম্প্রতিককালে সুপ্রিমকোর্টের অতিসক্রিয়তার নিদর্শনগুলি সম্পর্কে তোমার নিজের মতামত বর্নণা কর।

 

 

CC3 T/2nd Semester

 

বিভাগ – ক

Marks – 2

১। নেতিবাচক স্বাধীনতার একজন প্রবক্তার নাম বল?

২। ইতিবাচক স্বাধীনতার সংজ্ঞা দাও?

৩। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থটি কার রচিত?

৪। যেকোনো দুটি পৌর অধিকার লেখ?

৫। আইন অমান্য বলতে কী বোঝানো হয়?

 

বিভাগ -খ

Marks-5

১। সুযোগ-সুবিধার সাম্যের উপর টীকা লেখ?

২। ইতিবাচক বৈষম্য এই সংজ্ঞার উদাহরণ সহ লেখ?

৩। স্বাধীনতা যে কোন চারটি রক্ষাকবচ চিহ্নিত করো?

৪। মিল এর স্বাধীনতার সংজ্ঞায় আত্ম সম্বন্ধীয় ও অপর সম্বন্ধীয় কার্যকলাপ বিষয়ে লেখ?

 

বিভাগ – গ

Marks-১০

১। স্বাধীনতার দুই প্রকার বিস্তৃত আলোচনা করো। এই দুই ক্ষেত্রে রাষ্ট্রের প্রকৃতিগত পার্থক্য সম্পর্কে বুঝিয়ে দাও?

২। ইতিবাচক স্বাধীনতার আবির্ভাব ও বিকাশের উপর আলোচনা করো?

*

 

Marks-2

1) মানবাধিকার বলতে কি বোঝ?

2)মানবাধিকার হল চির শ্বাশ্বত -ব‍্যাখ‍্যা কর।

3)সহিষ্ণুতা বলতে কি বোঝ?

4)বহুসংস্কৃতিবাদ বলতে কি বোঝ?

Marks 5

1) বহুত্ববাদী সমাজ বলতে কি বোঝায় তা সংক্ষেপে  আলোচনা কর।

3)কেন আমরা রাষ্ট্রকে মেনে চলব সে বিষয়ে নিজের মতামত দাও

 

Marks -10

1)আমরা বহুত্ববাদী সমাজের বৈচিত্র্যকে কেন মেনে চলব? সে বিষয়ে বিশদে আলোচনা কর।

*

 

 

Marks -2

1) অধিকার কাকে বলে?

2)প্রাকৃতিক আইন কাকে বলে?

3)নৈতিক অধিকার কাকে বলে?

4)অধিকার সম্পর্কিত প্রাচীনতম তত কি?

5)  অধিকার সম্পকিত প্রচলিত মতবাদগুলি কি কি?

Marks -5

1) আইনগত অধিকার সম্পকে  যা জান লেখ।

2)অধিকারের প্রকৃতি লেখ।

3)সামাজিক অধিকার বলতে কি বোঝ?

4)অথনৈতিক  ও  সামাজিক অধিকারের পার্থক্য লেখ।

5)নৈতিক ও আইনগত অধিকারের মধে পাথক লেখ।

Marks -10

1)  তিনটি  প্রজন্মের অধিকার সাম্পকে যা জান লেখ।

2)বালিকা শিশুর অধিকার সম্পর্কে যা জান লেখ।

 

 

CC4 T /2nd Semester

বিভাগ  ক।

Marks 2

১। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও?

২। রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও?

৩। জাতীয় রাজনৈতিক দল ও আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি?

৪। ভারতের রাজনীতিতে দুটি প্রধান শ্রেণীর নাম করো?

৫। ভারতের জাতপাত ও রাজনীতি যেকোনো দুটি তাৎপর্য লেখ?

৬। বহুদলীয় ব্যবস্থা ধারণাটি লেখ?

৭। ভারতের নির্বাচনী আচরণের দুটি নির্ধারক লেখ?

৮। জাতপাত রাজনীতিকরণের দুটি ব্যবস্থা উল্লেখ করো?

৯। লিঙ্গ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা বলতে কী বোঝো?

 

বিভাগ  খ।

Marks-5

১। কংগ্রেস সিস্টেম সম্পর্কে টীকা লেখ?

২। ভারতে নির্বাচনী আচরণ কি জাত ব্যবস্থা কিভাবে নির্ধারণ করে?

৩। পশ্চিমী ও অপশ্চিমে  ধর্মনিরপেক্ষতার ধরন গত দিক থেকে কোন কোন অর্থে পৃথক?

 

বিভাগ গ।

Marks 10

১। সাম্প্রতিককালে ভারতীয় দলীয় ব্যবস্থার প্রকৃতি লেখ?

২। ভারতের জাতপাত ও রাজনীতির মধ্যে সম্পর্কটি আলোচনা কর?

৩। ভারতের রাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যবস্থা গুলি আলোচনা করো।

*

Marks -2

1) জাতি কাকে বলে?

2) “Caste in modern India” গ্রন্থটি কার লেখা?

3) জাতি হলো একটি বদ্ধ গোষ্ঠী—কে বলেছেন?

4) নারীবাদ বলতে কি বোঝো?

5) আন্তর্জাতিক নারী বর্ষ কোন সাল কে অভিহিত করা হয়?

Marks- 5

1) পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলাদের অবস্থা লেখ?

2) সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতা সম্পর্কে আলোচনা করো?

3) ভারতের জাতির রাজনীতি বলতে কী বোঝো?

4) সাম্প্রতিক চেতনা কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে?

5) জাতির বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?

Marks- 10

1) ভারতে জাতি ব্যবস্থা ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো?

2) ভারতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো?

*

 

 

marks -2

1)বিছিন্নতাবাদী আন্দোলন বলতে কি বোঝ?

2) ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝ?

3)সংখ‍্যালঘুর সংজ্ঞা দাও।

4)সাম্প্রদায়িকতা বলতে কি বোঝ?

Marks- 5

1)তোমার কি মনে হয় ভারতীয় সমাজ ধর্মনিরপেক্ষ ভূমিকা সঠিকভাবে পালন করছে? উদা হরন সহ সংক্ষেপে আলোচনা কর।

2)বিছিন্নতা আন্দোলনের কয়েকটি  কারণ আলোচনা কর।

Marks-10

1)ভারতে বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসাবে  উপজাতি সমস্যা আলোচনা কর।

 

 

CC5T/3rd Semester

বিভাগ ক।

Marks 2

১। তুলনামূলক রাজনীতির দুজন তাত্ত্বিকের নাম লেখ?

২। তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও?

 

বিভাগ খ।

Marks 5

১। ইউরোসেন্ট্রিজম ধারণাটি ব্যাখ্যা করো?

২। তুলনামূলক রাজনীতির ধারণার প্রকৃতি ও পরিধি লিখ?

৩। বিভিন্ন প্রকারের সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করো?

 

বিভাগ গ.

Marks 10

১। তুলনামূলক রাজনীতির শাস্ত্রের বিবর্তন চিহ্নিত করো?

২। বিশ্বায়নের বহুমাত্রিক প্রভাব আলোচনা করো?

*

Marks-2

1) ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে কয়েকটি ঐতিহাসিক সনদ এর নাম লেখ?

2) চীনের রাজধানীর নাম কি?

3) নাইজেরিয়ার রাজধানীর নাম কি ?

4) ব্রাজিলের রাষ্টপতির নাম কি?

5) চীনের সংবিধান কিভাবে সংশোধন করা হয়?

Marks- 5

1) বৃটেনের আইনের অনুশাসন বলতে কি বোঝো?

2) ১৯৮২ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ?

3) চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা লেখ?

4) বৃটেনের ছায়া ক্যাবিনেট বলতে কী বোঝো ?

5) তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো?

Marks- 10

  • গণপ্রজাতন্ত্রী চীনের শাসনতান্ত্রিক ক্রমবিবর্তনটি সংক্ষেপে লেখ?
  • নাইজেরিয়া সংবিধানের উন্নয়ন ও রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে যা জানো লিখ?

 

 

CC6T/3rd Semester

Marks- 2

1) CAG কি?

2) পাবলিক চয়েস’ তত্ত্বের প্রবক্তাদের নাম লেখ।

3) নয়া জনপরিচালন তত্ত্বের প্রবক্তাদের নাম লেখ।

4) থ্রি ই’ কি?

5) উড্রো উইলসনের প্রবন্ধটির নাম লেখ।

Marks- 5

1) সরকারী ও বেসরকারী প্রশাসনের পার্থক্য।

2) রাজনীতি- প্রসাসন বিভাজন।

3) ‘প্রিজম্যাটিক সালা মডেল’।

4) ‘নিয়ন্ত্রণের পরিধি’।

5) ‘কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ’।

Marks-10

1) জনপ্রসাসনের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো?

2) ওয়েবারের ‘আইডিয়াল টাইপ ব্যুরোক্র্যাসি’ মডেলটি আলোচনা করো?

 

 

 

 

CC7T/3rd Semester

বিভাগ ক।

Marks 2

১। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও?

২। আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী চিন্তাবিদ ও তাঁর রচিত একটি গ্রন্থের নাম লেখ?

৩। ওয়েস্ট ফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে কোন যুদ্ধের অবসান হয়?

৪। জার্মানিতে হিটলারের মুসোলিনি কবে ক্ষমতায় আসেন?

 

বিভাগ খ।

Marks 5

১। প্রথম বিশ্বযুদ্ধের যেকোনো দুটি কারণ আলোচনা করো?

২। ওয়েস্টফেলিয়া চুক্তি বিশ্ব ব্যবস্থার উপর প্রভাবকে কেন্দ্র করে টীকা লেখ?

 

Marks 10

১। ঠান্ডা যুদ্ধের দাঁতাত পর্বের ওপর টীকা লেখ?

২। মর্গেন্থাও এর 6 সূত্র অবলম্বনে বাস্তববাদের মূল নীতিগুলি আলোচনা করো?

 

 

 

*

Marks- 2

1) ওয়েস্টফেলিয়া চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল?

2) “Politics among Nations”গ্রন্থটি কার লেখা?

3) আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে ঘোষণা করা হয়েছিল?

4) ক্ষমতার দ্বন্দ্ব বলতে কী বোঝো?

5) কয়েকজন আচরণবাদী সমর্থক এর নাম লেখ?

6) “ Interpol”কি?

Marks- 5

1) ওয়েস্টফেলিয়া সন্ধি চুক্তির পটভূমি আলোচনা করো?

2) আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে টীকা লেখ?

3) বাস্তব দৃষ্টিভঙ্গি সম্পর্কে যা জানো লিখ?

4) পূর্ববর্তী ওয়েস্টফেলিয়া চুক্তি অবস্থা লেখ?

5) আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির বিষয় নয় এ বিষয়ে যুক্তি দাও?

Marks- 10

1) আন্তর্জাতিক রাষ্ট্রব্যবস্থার উৎপত্তি ও বিকাশ ও বিবর্তন সম্পর্কে যা জানো লেখ?

2) আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন পদ্ধতি গুলি আলোচনা করো?

*

Marks-2

1)ঠান্ডালড়াই বলতে কি বোঝ?

2)মার্শাল পরিকল্পনার  প্রকৃত উদ্দেশ্য কি ছিল?

3)সোভিয়েত ইউনিয়ন কেন বার্লিন অবরোধ করেছিল?

4)কত সালে সোভিয়েত  ইউনিয়নের পতন ঘটে?

5)ঠান্ডা লড়াই  কথাটি কে কোথায় প্রথম ব‍্যবহার করেন?

Marks-5

1)টীকা লেখ:ট্রুম‍্যান নীতি।

2)তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায় সে সম্পর্কে  সংক্ষেপে আলোচনা কর।

3) মার্শাল  পরিকল্পনা ও তার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা কর।

4)ঠান্ডা যুদ্ধের  দেতাঁত পর্যায়  বলতে কি বোঝ তা ব‍্যাখ‍্যা কর।

5) ঠান্ডা যুদ্ধের অবসানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দুটি ঘটনা আলোচা কর।

Marks-10

1)ঠান্ডাযুদ্ধের পর্যায় গুলি সংক্ষেপে আলোচনা কর।

 

 

 

 

CC8T/4th Semester

বিভাগ ক

Marks 2

১। তুলনামূলক রাজনীতি কাকে বলে?

২। রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও?

৩। নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কী বোঝ?

 

Marks 5

১। সমানুপাতিক প্রতিনিধিত্বের বিভিন্ন পদ্ধতি গুলি লেখ?

২। মিশ্র  প্রতিনিধিত্ব পদ্ধতির উপর আলোকপাত কর?

*

 

 

2 Marks

  1. ভারতীয় যুক্তরাষ্ট্র কি কি নিয়ে গঠিত?
  2. Sarkaria commission কি?
  3. অর্থ commission কি?
  4. কেন্দ্র তালিকা কয়টি বিষয় আছে?
  5. অন্ত্যারাজ্য পরিষদ কি?

 

5 Marks

 

1.ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো?

  1. সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র কাকে বলে?
  2. ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রিকতার উদাহরণ দাও?
  3. ভারতের শাসনব্যাবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়?

 

 10 Marks  

  1. ভারতের কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের গতিপ্রকৃতি লেখ?
  2. ভারতের কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার বণ্টন লেখ?

 

 

 

*

Marks- 2

1) ভারতীয় যুক্তরাষ্ট্র কি কি নিয়ে গঠিত?

2) সারকারিয়া কমিশন কি?

3) অর্থ কমিশন কি?

4) কেন্দ্র তালিকা বর্তমানে কয়টি বিষয় আছে?

5) আন্ত রাজ্য পরিষদ কি?

Marks- 5

1) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো?

2) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে যুক্তরাষ্ট্র না বলে রাজ্যসমূহের ইউনিয়ন বলে গণ্য করা হয়েছে কেন?

3) সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র কাকে বলে?

4) ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রিকতার উদাহরণ দাও?

5) ভারতের শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্র নায়েক কেন্দ্রিক ব্যাখ্যা কর?

Marks-10

1) ভারতের কেন্দ্র ও রাজ্য সম্পর্কের সাম্প্রতিক গতিপ্রকৃতি নির্দেশ করো?

2) ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এর নীতি আলোচনা করো?

 

 

 

CC 9 T /4th Semester

Marks 2

১। জননীতি বলতে কী বোঝো?

২। স্বায়ত্তশাসন বলতে কি বুঝ?

৩। গ্রাম পঞ্চায়েত বলতে কী বোঝো?

৪। বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো?

 

Marks 5

১। জননীতির বৈশিষ্ট্যগুলি  সংক্ষেপে লেখ?

২। প্রশাসনের বিকেন্দ্রীকরণের বিভিন্ন দৃষ্টিভঙ্গি গুলি লেখ?

৩। গ্রাম পঞ্চায়েতের আয়ের এর উৎস গুলি কি কি?

৪। পৌরসভার ক্ষমতার কয়েকটি দিকের  আলোচনা করো?

Marks 10

১। প্রশাসনের জননীতি নির্ধারণে ক্ষেত্রে বিভিন্ন মডেল গুলি সংক্ষেপে লেখ?

২। ভারতবর্ষের জনপ্রশাসনে কিভাবে গণনীতি নির্ধারণে বিভিন্ন পদ্ধতিগুলি নেওয়া হয়?

৩। বিকেন্দ্রীকরণ এর বিভিন্ন তাৎপর্য গুলি লেখ?

 

 

CC10 T /4th Semester

Marks 2

১। বিশ্বায়ন বলতে কী বোঝো?

২। জাতিরাষ্ট্রের ভিত্তিতে সার্বভৌমিকতার সংজ্ঞা দাও?

৩। বিশ্ব ব্যাংকের দুটি কাজের উল্লেখ করো?

৪। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?

Marks 5

১। বিশ্বের আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের ভূমিকা কি?

২। প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সংস্কৃতির পরিবর্তনশীল চরিত্রগুলি লেখ?

৩। বিশ্বায়নের আবহে টি এন সি এর ভূমিকা  লেখ?

৪। বিশ্বের সামাজিক আন্দোলনগুলি বিশ্বায়নের ক্ষেত্রে কী ভূমিকা নিয়েছে?

৫। গ্লোবাল কমন্স কি?

Marks 10

১। বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণাটি কি সমস্যার সম্মুখীন হয়েছে আলোচনা কর।

২। ৯/১১ উত্তর পরিস্হিতিতে বিশ্বে সন্ত্রাসবাদের সমস্যাগুলি আলোচনা কর।

 

 

For the students studying B.A. General (GE & DSC)

GE 1 T /1st Semester

Marks 2

১। জাতীয়তাবাদের সংজ্ঞা দাও?

২। দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো?

৩। আর্য সমাজের উদ্দেশ্য গুলি কি কি?

৪। অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য গুলি কি কি?

৫। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো?

৬। মহাজন’ করা?

৭। সিধু  ও কানু বিখ্যাত কেন?

৮। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ?

 

Marks 5

১। ভারতের কংগ্রেস সমাজতন্ত্রী দল এর জন্মের বর্ণনা দাও?

২। ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র সম্পর্কে মন্তব্য করো?

৩। সাঁওতাল বিদ্রোহের পিছনে কারণগুলি কি ছিল?

৪। মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টীকা লেখ?

 

Marks 10

১। ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনে গান্ধীজীর নেতৃত্বে চরিত্র বিশ্লেষণ করো?

২। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি টীকা লেখ?

৩। উনবিংশ শতকে ভারতের কৃষক আন্দোলনের চরিত্র সম্পর্কে একটি রূপরেখা দাও?

 

 

 

Marks-2

1)জাতিয়তাবাদ বলতে কি বোঝ?

2) স্বদেশি আন্দোলন কি?

3)দুইজন মার্কসীয় তাত্বিকের নাম লেখ।

4)ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?

5)ভারত ছাড় আন্দোলন কত সালে কার নেত‍ৃত্বে সংগঠিত হয়েছিল?

 

Marks -5

1) ঊনবিংশ শতকের  যে কোন একটি সামাজিক আন্দোলন সম্পর্কে  অতি সংক্ষেপে আলোচা কর।

2)অসহযোগ আন্দোলনের বিস্তার  ও ব‍্যর্থতার কারণ লেখ।

3)স্বাধীনতা আন্দোলনে মহিলাদের  ভূমিকা সম্পর্কে  অতি সংক্ষিপ্তাকারে আলোচনা কর।

 

Marks-10

1)ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজীর ভূমিকা নিয়ে আলোচনা  কর।

2)শ্রমিক আন্দোলন ভারতের স্বাধীনতার জন‍্য কতখানি ভূমিকা পালন করেছিল তা নিজের ভাষায় ব‍্যাখ‍্যা কর।

 

 

 

 

Marks – 2

1) সামাজিক আন্দোলন কি?

2) সাম্প্রদায়িকতাবাদ কি?

3) দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো?

4) জাতি কাকে বলে?

 

Marks- 5

1) জাতীয় আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ বলতে কি বোঝো?

2) স্বাধীনতার পরবর্তী কালে সাম্প্রদায়িকতার রূপ কেমন ছিল?

 

Marks- 10

  • সাম্প্রদায়িকতাবাদ এর উপকরণগুলি আলোচনা করো?

 

 

GE 2T /2nd Semester

Marks 2

১। গ্যাটের উত্তরসূরী প্রতিষ্ঠানের নাম লেখ?

২। দা ওয়েলথ অফ নেশনস কার রচিত গ্রন্থ?

৩। একটি বিশ্বব্যাপী এনজিওর নাম লেখ?

৪। দুজন নয়া উদারনীতিবাদী তত্ববিদের নাম লেখ ?

৫। ইউরোপের সামন্ততন্ত্রের একটি বৈশিষ্ট্য আলোচনা করো?

৬। যেকোনো দুটি বহুজাতিক সংস্থার উদাহরণ দাও?

 

Marks 5

১। টেকসই উন্নয়ন বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো?

২। জনকল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা বুঝিয়ে লেখ?

 

Marks 10

১। বিশ্বায়ন কি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর কোন প্রভাব ফেলেছে যুক্তি দাও?

 

 

DSC 1A /B.A.(Gen) 1st Semester

 

DSC 1A /1st Semester

Marks-2

1)রাজনীতি বলতে কি বোঝ?

2)গণতন্ত্র বলতে কি বোঝ?

3) নাগরিকতার সংজ্ঞা দাও।

4) সাম‍্যের সংজ্ঞা দাও।

5) অধিকারের  শ্রেণিবিভাগ লেখ।

 

Marks- 5

1)স্বাধীনতা ও সাম‍্যের পারস্পরিক    সম্পর্ক আলোচনা কর।

2)নাগরিকতার বিলুপ্তির কারণগুলি লেখ।

3)পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।

4)নাগরিক সমাজ বলতে  কি বোঝ তা ব‍্যাখ‍্যা কর।

Marks-10

1)নাগরিকতা আর্জনের পদ্ধতি গুলি আলোচনা কর।

2) অধিকারের শ্রেণিবিভাগগুলি সংক্ষেপে আলোচনা কর।

 

Marks 2

১। রাজনীতি বলতে কী বোঝো?

২। গণতন্ত্রের সংজ্ঞা দাও?

৩। পৌর অধিকারের সংজ্ঞা দাও?

৪। গ্রীনের মতে অধিকারের ধারণাটি লেখ?

৫। স্বাধীনতার সংজ্ঞা দাও?

৬। নেতিবাচক স্বাধীনতা কি?

৭। অর্থনৈতিক অধিকার এর যেকোনো দুটি উদাহরণ দাও?

Marks 5

১। সামের প্রকৃতি ব্যাখ্যা করো?

২। স্বাধীনতার রক্ষাকবচ গুলো কি কি?

৩। গণতন্ত্রের সাফল্যের কার্যাবলী আলোচনা করো?

৪। স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো?

 

Marks 10

১। রাজনৈতিক তত্ত্ব কাকে বলে এবং রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো?

২। স্বাধীনতার বিভিন্ন রূপ গুলি লেখ?

৩। গণতন্ত্র কি অর্থনৈতিক বিকাশের উপযোগী স্বপক্ষে যুক্তি দাও।

 

Marks- 2

1) মিশ্র অর্থনীতি কাকে বলে?

2) পরিকল্পনা বলতে কি বোঝো?

3) উদারনীতিবাদ কি?

4) নতুন মধ্যবর্তী শ্রেণি বলতে কী বোঝো?

 

Marks- 5

1) রাষ্ট্র এবং রাষ্ট্রের পরিকল্পনা পদ্ধতি বিষয়ে আলোচনা করো?

2) উদারনৈতিক সংস্কার বলতে কি বোঝো?

 

Marks- 10

  • উদারনীতির যুগের শিল্পের উন্নয়নের কৌশলগুলি আলোচনা করো?

 

 

 

DSC-1B /Semester 2

Marks-2

1)ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয় এবং কত সালে কার্যকরি হয়।

2) ভারতীয় সংবিধানে কতগুলো ধারা ও তফশীল আছে?

3)মৌলিক অধিকার বলতে কি বোঝ?

4)নির্দেশমূলক নীতি বলতে কি বোঝ?

5)জিরো আওয়ার বলতে কি বোঝায়?

 

Marks-5

1)ভারতীয় সংবিধানে 14নং ধারায় ‘আইনের দৃষ্টিতে সাম‍্য’ বলতে কি বোঝান হয়েছে সে বিষয়ে আলোচনা কর।

2)বাস্তবে কার্যকরী হয়েছে এমন কয়েকটি নির্দেশমূলক নীতির উল্লেখ কর।

3)মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখ।

4) লোক আদালতের গঠন ও কার্যকারিতা  আলোচনা কর।

 

Marks-10

1) ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা কর।

2) পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।

 

DSC /1C 3rd Semester

Marks-2

১) বিশ্বায়ন কি?

২) তুলনামুলক রাজনীতিশাস্ত্রের দুজন তাত্ত্বিকের নাম লেখ।

৩) সিনেট কি?

৪) জনপ্রতিনিধিসভা কি?

৫) হাউস অব্ কমন্স কি?

 

Marks-5

১) লর্ড সভার গঠন লেখ।

২) সিনেট ও লর্ড সভার ক্ষমতার তুলনা কর।

 

Marks-10

১) তুলনামূলক রাজনীতি আলোচনার দৃষ্টিভঙ্গীগুলি আলোচনা কর।

 

 

DSC /1D 4th Semester

Marks-2

1)বিদেশনীতির নির্ধারক বলতে কি বোঝ?

2)নির্জোট আন্দোলন কি?

3)নির্জোট আন্দোলনের প্রথম অধিবেশন কত সালে কোথায় বসেছিল?

4)নির্জোট আন্দোলনের কয়েকজন নেতার নাম বল।

5) উন্নয়নশীল দেশ বলতে কি বোঝ?

Marks-5

1)ভারতের বিদেশ নীতির নির্ধারক হিসাবে ঐতিহাসিক নির্ধারকের গুরুত্ব আলোচনা কর।

2)বান্দুং সম্মেলনের গুরুত্ব লেখ।

Marks 10

1) ভারতের বিদেশনীতিতে জোটনিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।

2) তুমি কি মনে কর যে ভারত একটি উন্নয়নশীল/উদীয়মান শক্তি? তোমার মতামতের  স্বপক্ষে যুক্তি প্রদর্শন কর।